রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ভারতে গণপিটুনিতে এক মুসলিম হত্যা

অভিযুক্ত গোরক্ষকরা খালাস

ভারতের রাজস্থানে এক মুসলমান দুধ ব্যবসায়ীকে গণপিটুনিতে মেরে  ফেলার ঘটনায় মূল ৬ জন অভিযুক্তকে ছাড় দিয়েছে পুলিশ। পেহলু খান নামের ওই দুধ ব্যবসায়ী রাজস্থান থেকে গরু কিনে হরিয়ানায় নিজের বাড়িতে ফেরার পথেই আক্রান্ত হন গত এপ্রিল মাসে। মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি যে ৬ জনের নাম জানিয়েছিলেন, পুলিশ জানায় তদন্তে তারা দেখেছে অভিযুক্তরা ঘটনাস্থলে ছিল না। এ ৬ জনের মধ্যে তিনজন হিন্দুত্ববাদী একটি সংগঠনের সঙ্গে যুক্ত। পুলিশ ছাড় দেওয়ার পরে খানের পরিবার এখন আদালতে যাওয়ার কথা ভাবছে। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। রাজস্থানের আলোয়ার জেলার পুলিশ বলছে গত এপ্রিল মাসে পহেলু খানকে গণপিটুনিতে হত্যার ঘটনায় তারা জেলা পর্যায়ে তদন্তের পর অপরাধ বিভাগকে দিয়েও তদন্ত করিয়েছে। বিবিসি বংলা।

সর্বশেষ খবর