রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রাচীন ভারতীয় পাণ্ডুলিপিতে ব্যবহৃত ‘ডট’-ই প্রথম শূন্য

প্রাচীন ভারতের তৃতীয় শতাব্দীর একটি পাণ্ডুলিপিতে (ম্যানুস্ক্রিপ্ট) ব্যবহৃত একটি কালো রঙের ‘ডট’-কেই শূন্যের (০) প্রথম ব্যবহৃত গাণিতিক প্রতীক বলে শনাক্ত করা হয়েছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোডলেইয়ান লাইব্রেরির একদল বিজ্ঞানী গুরুত্বপূর্ণ এ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। বিশ্ববিদ্যালয়টি গতকাল এক   বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গ্রন্থাগারিক রিচার্ড ওভেনডেন এ আবিষ্কারকে গণিতের ইতিহাস ও প্রাচীন দক্ষিণ এশীয় সংস্কৃতির গবেষণার জন্য বেশ তাত্পর্যপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। ডন নিউজ।

সর্বশেষ খবর