রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

সামুদ্রিক দানব!

সামুদ্রিক দানব!

চোখ নেই। মুখের আকারও সুস্পষ্ট নয়। তবে মোটা চামড়ার শক্ত চোয়াল থেকে বেরিয়ে আসা ধারালো করাতের মতো দাঁত প্রকাশ করছে তার হিংস তা। প্রাণীটিকে দানব আকৃতি বললে ভুল হবে না। দেহের শেষাংশে হালকা কাটা বিশেষ লেজ। মোটা, পুরু চামড়া। হিংস  মুখ। গালভেসস্টোন থেকে প্রায় ১৫ মাইল দূরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সৈকত থেকে উদ্ধার হয় এই সামুদ্রিক প্রাণীটি।

‘আর্থ টাচ নিউজ’ নামে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাণী বিশেষজ্ঞ তেঘা জানিয়েছেন, এটি আসলে স্নেক ইল অথবা এপ্লাটফিশ চোলিওডাস প্রজাতির প্রাণী। সহজভাবে বলতে গেলে, সর্পাকৃতি পাকাল মাছের মতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর