মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডানপন্থিদের উত্থান, ভয়ের আভাস

জার্মান নির্বাচন

টানা চারবারের মতো ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানির ক্ষমতায় এলেন অ্যাঙ্গেলা মেরকেল। তবে এবারের মতো বাজে ফল নিয়ে এর আগে কখনই ক্ষমতায় আসেননি তিনি। তার প্রভাব দেখা যায় নির্বাচন শেষে তিনি যখন তার দলীয় কার্যালয়ে আসেন, সে সময় তাকে বেশ ক্লান্ত ও পরিশ্রান্ত মনে হচ্ছিল। এই ক্লান্তি কিন্তু দেশটির ভবিষ্যৎ রাজনীতিকে কট্টোরপন্থীদের দিকে নিয়ে যাচ্ছে তার ইঙ্গিতই করছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে কট্টর ডানপন্থি ও উগ্র জাতীয়তাবাদীদের জয়জয়কার চলছে। সেটা প্রাচ্যের দেশ ভারত, পাকিস্তান, মিয়ানমার থেকে শুরু করে প্রতীচ্যের যুক্তরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। প্রতীচ্যের আরেক দেশ জার্মানিতেও দীর্ঘদিন পর পার্লামেন্টে জায়গা করে নিয়েছেন কট্টর ডানপন্থিরা। ১৩ দশমিক ১ ভাগ ভোট পেয়েছে অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) নামের একটি সংগঠন।  সংগঠনটির বড় পরিচয় এরা কট্টর ইসলামবিরোধী। এটিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম কোনো কট্টরপন্থি জাতীয়তাবাদী দল, যারা জার্মানির পার্লামেন্টে যাচ্ছে। এএফডি জার্মানিতে এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। এ দলটির অন্যতম নেতা আলেকজান্ডার গুয়াল্যান্ড এখন সংসদ সদস্য। তিনি বলেন, তার দল মেরকেলকে তাড়িয়ে বেড়াবে। এ জন্যই বার্লিনের রাস্তায় একজন বলছিলেন, ডানপন্থি জাতীয়তাবাদীদের উত্থানে তিনি আতঙ্কিত। সে ব্যক্তি আরও বলছিলেন, তারা হিটলারের নাৎসিদের মতো। ১৯৩৯ সালে আমার জন্ম। আমি একজন যুদ্ধ শিশু। আমি তাদের ঘৃণা করি। বিবিসি, আলজাজিরা।

সর্বশেষ খবর