মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
উ. কোরিয়াকে মোকাবিলা

জাপানে আগাম নির্বাচনের ঘোষণা আবের

নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগেই জাপানে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এ জন্য আগামী বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২২ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মাঝে জাতীয় সংকট মোকাবিলায় নতুন করে জনগণের রায় পেতে এ নির্বাচনের ডাক দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী আবে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। উত্তর কোরিয়া গত শুক্রবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। চলতি মাসের শুরুতেও জাপানের ওপর দিয়ে একই ধরনের উসকানিমূলক তত্পরতা চালিয়েছে দেশটি। পিয়ংইয়ংয়ের কিম জন উন সরকারের এ ধরনের তত্পরতায় জাপানজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।  আগাম নির্বাচনে আবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জয়লাভ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে তিনিই (আবে) হবেন দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। বিবিসি।

সর্বশেষ খবর