বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানের সন্ত্রাসবাদ চীনা গণমাধ্যমে স্বীকার

জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দেওয়া ভাষণকে ‘উদ্ধত’ অ্যাখ্যা দিলেও পাকিস্তানে সন্ত্রাসবাদ আছে বলে স্বীকৃতি দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার চীনা দৈনিক গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে এই স্বীকৃতি আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সাধারণ পরিষদের ভাষণে পাকিস্তানকে ‘সন্ত্রাসের প্রধান কারখানা’ বলে অভিহিত করেছিলেন সুষমা স্বরাজ। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, ‘পাকিস্তানে বাস্তবিক অর্থেই সন্ত্রাসবাদ আছে। কিন্তু সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া কি দেশটির জাতীয় নীতি? সন্ত্রাসবাদ রপ্তানি করে পাকিস্তানের কি লাভ হবে? টাকা না সম্মান?’ ‘ভারতের গোঁড়ামি উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।

সর্বশেষ খবর