বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

সাপের সিটি স্ক্যান!

অবাক হলেও সত্যি সাপের আঘাত নির্ণয়ে করা হয়েছে সিটি স্ক্যান! ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে সম্প্র্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ভুবনেশ্বর থেকে ১৩০ কিলোমিটার দূরে কিয়নঝার জেলার আনন্দপুরে আহত অবস্থায় পাওয়া যায় আট ফুট লম্বা একটি অজগর। বন বিভাগ সাপটি উদ্ধার করে ‘স্নেক হেল্পলাইন’এর কাছে হস্তান্তর করে। অজগরটিকে ওডিশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশু চিকিৎসা বিভাগে মুমূর্ষু অবস্থায় আনা হয়। প্রাথমিকভাবে সাপটির একটি এক্স-রে করা হলেও আঘাতের কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এরপর সাপটির সিটি স্ক্যানের কথা ভাবা হয়। ভারতের সরকারি হাসপাতালে এটা করার সুবিধা না থাকায় বেসরকারি হাসপাতালে এই ব্যবস্থা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর