শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিত্তশালীদের সম্পদ ৬৩ লাখ কোটি ডলার ছাড়িয়েছে

বিশ্বে এখন মিলিয়নেয়ারের (১০ লাখ ডলার) সংখ্যা এক কোটি ৬৫ লাখ। আর তাদের মোট সম্পদের পরিমাণ ৬৩ লাখ কোটি ডলার বা ৬৩০ বিলিয়ন ডলার। বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান কেপগেমিনির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাসস্থান, বিভিন্ন সংগ্রহ ও ভোগ্যপণ্য বাদে ন্যূনতম ১০ লাখ ডলার বিনিয়োগ করতে পারেন এমন বিত্তশালীদের সম্পদের পরিমাণ গত বছর ৮ দশমিক দুই শতাংশ বেড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালের  মধ্যে মিলিয়নেয়ারদের সম্পদের পরিমাণ ১০০ লাখ কোটি ডলার (এক ট্রিলিয়ন) ছাড়িয়ে যাবে বলেও ধারণা করছে কেপগেমিনি। প্রতিবেদনে বলা হয়েছে, কেবল গত বছর মিলিয়নেয়ার হয়েছেন বিশ্বজুড়ে এমন ব্যক্তির সংখ্যা সাড়ে ১১ লাখের কাছাকাছি। অধিকাংশ মিলিয়নেয়ারের বাস যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও চীনে; এদের হাতেই বিশ্বের সব মিলিয়নারের সম্পদের দুই তৃতীয়াংশ বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সর্বশেষ খবর