শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

পুতিন পটাতে...

পুতিন পটাতে...

রাশিয়া ও তুর্কমেনিস্তানের মধ্যে শীতল সম্পর্ক চলছে বছরখানেক ধরে। এ অবস্থা দূর করে তুর্কমেনিস্তান রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন চায়। এ প্রচেষ্টার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন গলাতে তাকে একটি কুকুরছানা উপহার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবানগালি  বেরদিমোহাম্মদ। সম্পর্কোন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া সফর করছেন প্রেসিডেন্ট গুরবানগালি। কৃষ্ণ সাগরের জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র সূচিতে গত বুধবার বৈঠকে বসেছিলেন দুই নেতা। সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর এক শীর্ষ সম্মেলনের ফাঁকেই তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আর তখনই পুতিনকে কুকুরছানাটি উপহার দেন তিনি। দ্বিপক্ষীয় বৈঠকের এক পর্যায়ে প্রেসিডেন্ট গুরবানগালি ‘আমাদের উভয়েরই একজন পারস্পরিক বন্ধু রয়েছে!’ জানিয়ে পুতিনের দিকে অগ্রসর হয়ে তার হাতে একটি কুকুরছানা তুলে দেন। তখন তিনি আরও বলেন, ‘এটি সারা বিশ্বের মধ্যে অদ্বিতীয় হিসেবে গণ্য আলাবাই কুকুর।’ কুকুরছানাটির নাম ভেরনি রুশ ভাষায় যার অর্থ ‘বিশ্বাসভাজন’।

পুুতিন এমনিতেই কুকরপাগল হিসেবে পরিচিত। তাই কুকুরছানা উপহার পেয়ে ভারি খুশি হন তিনি। কুকুরছানাটিকে জড়িয়ে ধরেন। তার কপালে একটি চুমুও খান তিনি। ৭ অক্টোবর ছিল রুশ প্রেসিডেন্টের ৬৫তম জন্মদিন। মূলত জন্মদিনের উপহার হিসেবেই তাকে কুকুরছানাটি উপহার  দেওয়া হয়েছে। সিএনএন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর