মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানের রাজনীতি এখন লন্ডনমুখী

পাকিস্তানের রাজনীতি এখন লন্ডনমুখী

পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসীসহ দলটির  ও সরকারের মন্ত্রীদের অনেকেই লন্ডনে জড়ো হয়েছেন। প্রধানমন্ত্রী আব্বাসী রবিবার ইসলামাবাদ থেকে যুক্তরাজ্যের রাজধানীতে পৌঁছেন। একইদিন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ভাই শেহবাজ শরিফও লাহোর থেকে সেখানে পৌঁছেন। সেদিনেই সৌদি আরবের জেদ্দা থেকে ছেলে হুসেইনসহ লন্ডনে পৌঁছেছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পিএমএল-এন’র প্রধান নওয়াজ শরিফ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফসহ সরকারের অন্যান্য মন্ত্রী ও পিএমএল-এন’র অন্যান্য নেতারাও শিগগিরেই সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আসিফ সৌদি আরব থেকে সেখানে পৌঁছবেন। গতকালই নওয়াজ শরিফের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে পাকিস্তান সরকার ও পিএমএল-এন’র শীর্ষ নেতাদের মধ্যকার বৈঠকের বেশ তাৎপর্য রয়েছে। এ বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দুর্নীতির অভিযোগে নওয়াজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং দলটির নেতৃত্ব নিয়ে শরিফ পরিবারের মধ্যে দ্বন্দ্বের খবর বেরিয়েছে। পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) গত ২৬ অক্টোবর নওয়াজের বিরুদ্ধে দুর্নীতির এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলার শুনানি সংক্রান্ত নির্ধারিত প্রথম তারিখে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। আগামী ৩ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে এনএবি’র আদালত। দেশটির আইন অনুযায়ী এর মধ্যে জামিন না পেলে লন্ডনে অবস্থানরত নওয়াজ ছেলে ফিরলেই গ্রেফতার হতে পারেন। আর মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে নওয়াজকন্যা মরিয়ম আভাস দিয়েছেন, দেশটির পরবর্তী (আগামী বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে) সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হতে পারেন তিনি। মরিয়ম এমন সময় এই আভাস দেন যখন সম্প্রতি পাকিস্তানি গণমাধ্যমে পিএমএল-এন’র নেতৃত্ব নিয়ে শরিফ পরিবারের মধ্যে দ্বন্দ্বের খবর বের হয়। খবরে এমনও দাবি করা হয়, মরিয়মকে দলীয় প্রধান করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। তবে দৈনিকটিকে দেওয়া সাক্ষাৎকারে শরিফ পরিবারের মধ্যকার দ্বন্দ্ব এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্বে বসার গুঞ্জন নাকচ করে দেন তিনি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পাকিস্তানের সাধারণ নির্বাচন আগেভাগেই অনুষ্ঠিত হতে পারে বলেও শোনা যাচ্ছে।  শরিফ পরিবারের মধ্যকার দ্বন্দ্ব ও আগাম নির্বাচনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন শেহবাজ শরিফ। রবিবার লন্ডনে পৌঁছেই তিনি সাংবদিকদের বলেন, ‘নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পিএমএল-এন ও তার পরিবারের মধ্যে কোনো ধরনের মতপার্থক্য বা দ্বন্দ্ব নেই।’ শেহবাজের সঙ্গে তার ছেলে সালমান শরিফও রয়েছেন। রবিবার লন্ডনে পৌঁছে নওয়াজ শরিফও আগাম নির্বাচনের খবর নাকচ করে এসবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, দুর্নীতি মামলার পরবর্তী শুনানিতে হাজির হওয়ার জন্য জেদ্দা থেকে সরাসরি ইসলামাবাদের উদ্দেশে উড়াল দেওয়ার পরিকল্পনা ছিল নওয়াজ শরিফের। তবে হঠাৎ করেই এ পরিকল্পনা পরিবর্তন করে ফের লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন নওয়াজ। নওয়াজের এক সপ্তাহের সৌদি আরব সফরকে একান্ত ব্যক্তিগত হিসেবে বর্ণনা করা হলেও জেদ্দা এয়ারপোর্টে তাকে স্বাগত জানিয়েছিলেন সৌদি সরকারি কর্মকর্তারা। বিভিন্ন খবরে দাবি করা হয়েছে, গত বুধবার সৌদি রাজপরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নওয়াজ। নওয়াজের দলের অভ্যন্তরীণ সূত্র এ সাক্ষাৎকে ইতিবাচক বর্ণনা করেছেন। নওয়াজের হঠাৎ সৌদি আরব সফরেরও তাৎপর্য রয়েছে। কারণ দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অনেকটা চুপিসারেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। এ সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তাদের মধ্যকার সাক্ষাতে নওয়াজ শরিফ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা পরিষ্কার নয়। ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ খবর