শিরোনাম
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পুজেমন্তের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি

পুজেমন্তের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি

কাতালোনিয়ার নেতা কার্লেস পুজেমন্তসহ স্বাধীনতাপন্থি নেতাদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছেন স্পেনের প্রধান প্রসিকিউটর। গতকালই এ ব্যাপারে অভিযোগ দায়ের হওয়ার কথা। কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা এবং স্পেন সরকারের পাল্টা ব্যবস্থা হিসেবে পুজেমন্তকে বরখাস্ত ও স্বায়ত্তশাসন স্থগিত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার পর গতকালই ছিল দেশটির প্রথম কর্মদিবস। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে আপাতত কাতালোনিয়ার দায়িত্ব উপ-প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ দে সান্তামারিয়ার হাতে হস্তান্তর করেছেন। সেখানকার পুলিশ প্রধানের দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইগনাতিও জইদো। যদিও পুজেমন বলেছেন, স্পেন সরকারের বরখাস্তের আদেশ তিনি স্বীকার করেন না। এদিকে বার্সেলোনায় এক স্পেনের দাবিতে বিশাল সমাবেশ হয়। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিচ্ছি না। বরং বাস্তবে আমরা শুধু সেটা পুনঃপ্রতিষ্ঠা করছি।’ আর স্বরাষ্ট্রমন্ত্রী জইদো কাতালোনিয়ার সব পুলিশ কর্মকর্তাকে ওই অঞ্চলে শুরু হতে যাওয়া ‘নতুন যুগের’ প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। এদিকে মাদ্রিদের কেন্দ্রীয় সরকারের মুখপাত্র ইনিগো মেন্দেজ দে ভিগোকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পেন সরকার মনে করে, বহিষ্কার করা হলেও রাজনীতি চালিয়ে যাওয়ার অধিকার পুজেমনের আছে।

সর্বশেষ খবর