মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এবার স্টেডিয়ামে বসেই খেলা দেখার সুযোগ সৌদি নারীদের

এবার স্টেডিয়ামে বসেই খেলা দেখার সুযোগ সৌদি নারীদের

অতি রক্ষণশীলের খেতাব থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। তাই তো এবার দেশটির নারীরা আগামী বছর থেকে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রবিবার সরকারি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবরে বলা হয়, ২০১৮ সাল থেকে দেশটির তিনটি বড় শহর রিয়াদ, জেদ্দা ও দাম্মামে পরিবারের সঙ্গে বসে খেলা দেখার সুযোগ পাবেন নারীরা। গত মাসে সৌদি নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সৌদি কর্তৃপক্ষ দেশটির নারীদের জন্য অধিকতর স্বাধীনতার যে উদ্যোগ নিয়েছে, তারই ধারাবাহিকতায় এবার তাদের জন্য স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হলো। গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে সৌদি যুবরাজ সালমান ঘোষণা দিয়েছেন, সৌদি আরবকে তিনি উদারপন্থি ইসলামী দেশে পরিণত করবেন। তার এ ঘোষণার পরই মূলত সৌদি নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতির ওই খবর এলো। কর্তৃপক্ষ বলছে, যেসব স্টেডিয়ামে নারীদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে সেখানে রেস্টুরেন্ট, ক্যাফে এবং বড় পর্দা বসানো হবে। এর আগে গত সেপ্টেম্বরে জাতীয় দিবস উপলক্ষে রিয়াদের একটি স্টেডিয়ামে নারীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এদিকে, ভ্রমণ ভিসাও চালু করতে যাচ্ছে সৌদি আরব। এ লক্ষ্যে একটি পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত করেছে দেশটি। স্থানীয় আল ওয়াতান দৈনিক শনিবার এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। আরব নিউজ।

 

সর্বশেষ খবর