মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কঠোর অবস্থানে তেরেসা মে

৩৬ এমপির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ব্রিটেনের রাজনীতি থেকে প্রশাসন সবখানে এখন তোলপাড় যৌন কেলেঙ্কারি নিয়ে। বিষয়টি ভাবিয়ে তুলেছে প্রধানমন্ত্রী তেরেসা মেকে। দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সহযোগীরা যৌন কেলেঙ্কারিতে জড়িত, এমন কমপক্ষে ৩৬ জন এমপির নামের একটি তালিকা তৈরি হয়েছে। এই অপরাধে জড়িতরা যেন শাস্তি পায় সেজন্য কঠোর মনোভাব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই অবস্থা আর সহ্য করবেন না তিনি। এ ব্যাপারে পদক্ষেপ চেয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার জন বারকাউকে চিঠিও লিখেছেন তেরেসা মে। ক্ষমতাসীন দল কনজারভেটিভদের সহযোগীরা এসব নাম সংগ্রহ করে একত্রিত করেছেন। কোনো কোনো নামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর