শিরোনাম
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

হকিংয়ের থিসিস

বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস অনলাইনে প্রকাশ করার পর মাত্র কয়েকদিনে তা দেখেছেন ২০ লাখেরও বেশি মানুষ। বলা হচ্ছে, কোনো গবেষণাপত্র নিয়ে এর আগে আর কখনোই এমনটি দেখা যায়নি। গত সপ্তাহে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধ্যাপক হকিংয়ের ১৯৬৬ সালে পিএইচডি থিসিস প্রকাশ করা হয়। প্রথম দিনেই এত লোক এটা পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন যে, ওয়েবসাইটটি ক্র্যাশ করে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ড. আর্থার স্মিথ বলেন, ‘এটা এক বিরাট ব্যাপার। আমাদের বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় যত গবেষণাপত্র আছে তার কোনোটিই এত লোক দেখেননি। হয়তো পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেনি।’ ‘সম্প্রসারণশীল মহাবিশ্বের বৈশিষ্ট্য’ নামের ১৩৪ পাতার এই থিসিসটি লেখার সময় স্টিফেন হকিং ছিলেন ক্যামব্রিজের ট্রিনিটি হলের পোস্ট গ্রাজুয়েটের ছাত্র। তখন তার বয়স ছিল ২৪ বছর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর