শিরোনাম
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ ভারত-ইতালি : মোদি


সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ ভারত-ইতালি : মোদি

জেনতিলোনি ও মোদির করমর্দন

একসঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াই ও সাইবার নিরাপত্তা ইস্যুতে ভারত ও ইতালি উভয়েই প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে দেশ দুটি তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। গতকাল রাজধানী নয়াদিল্লিতে সফররত ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এক দশকের বেশি সময় পর এই প্রথম ইতালির কোনো প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। রবিবার তিনি সস্ত্রীক দেশটিতে পৌঁছেন। গতকাল রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে তাকে সেখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি। সেখানে ইতালির প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনাও দেওয়া হয়। এ সময় ইতালির প্রধানমন্ত্রী এক বক্তৃতায় তার সফরকে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসেবে বর্ণনা করেন। মোদি-জেনতিলোনির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আগে দেশ দুটির মধ্যে রেলখাতে নিরাপত্তা বৃদ্ধি, জ্বালানি ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে ছয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপের মধ্যে ইতালি হচ্ছে ভারতের পঞ্চম বৃহত্তম অংশীদার। আনুষ্ঠানিক তথ্যানুসারে, ২০১৬-১৭ অর্থবছরে দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৮.৭৯ বিলিয়ন ডলার। পিটিআই।

সর্বশেষ খবর