শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের টুইটার পেজ হঠাৎ উধাও

প্রতিদিন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট ‘উধাও’ হয়ে গিয়েছিল। তবে তা ১১ মিনিটের জন্য। সামাজিক গণমাধ্যম টুইটার কর্তৃপক্ষ বলছে, তাদের এক কর্মীর ‘অনিচ্ছাকৃত’ ভুলে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্টটি বৃহস্পতিবার বন্ধ হয়ে গিয়েছিল। পরে তা আবার সচল করা হয়। ওই ১১ মিনিট যারা ট্রাম্পের টুইটার পেজে যাওয়ার চেষ্টা করেছেন, তারা কেবল একটি নোটিস দেখেছেন। সেখানে লেখা ছিল- “দুঃখিত, এই পৃষ্ঠাটির অস্তিত্ব নেই!” তবে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ঠিকঠাকই ছিল। এ ঘটনাকে নিছক ‘মানবীয় ভুল’ হিসেবে বর্ণনা করলেও তদন্ত করার কথা জানিয়েছে টুইটার। তবে চার কোটি ১৭ লাখ ফলোয়ারের ওই অ্যাকাউন্টের মালিক ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকেই টুইটারে দারুণ সক্রিয় ট্রাম্প। নির্বাচিত হবার পর থেকে বিভিন্ন রাজনৈতিক এবং বিতর্কিত বিষয়ে টুইটারে নিয়মিত টুইট করে  ফলোয়ারদের সব সময় মাতিয়ে রাখেন তিনি। তবে অনেকেই তার এই অতিমাত্রায় টুইট কাণ্ডে বিরক্ত। ধারণা করা হচ্ছে, বিরক্তির উদ্রেক থেকেই ট্রাম্পের ওপর ক্ষিপ্ত হয়ে একাউন্ট মুছে দেবার ঘটনাটি ঘটিয়েছেন ওই কর্মী। ২০০৯ সালের মার্চে ট্রাম্প তার টুইটার একাউন্ট খোলেন। তারপর এ পর্যন্ত তিনি ৩৬ হাজার টুইট করেছেন। ট্রাম্প তার রাজনৈতিক নীতি ঘোষণা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের জন্য খুবই সফলভাবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কেউ যদি তার সম্পর্কে কিছু বলেন, তিনি সঙ্গে সঙ্গে টুইটারে তার জবাব দিতে সক্ষম। গত সেপ্টেম্বরে তিনি এক টুইটে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

 টুইটারে করা এ রকম অনেক বিতর্কিত মন্তব্য, হুমকি, ঘোষণার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর