শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কাতালোনিয়ার আট মন্ত্রী রিমান্ডে

বার্সেলোনায় হাজার হাজার স্বাধীনতাপন্থির বিক্ষোভ

স্বাধীনতা ঘোষণা দেওয়ায় কাতালোনিয়া অঞ্চলের সরকারের বরখাস্ত ৮ মন্ত্রীকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার এক শুনানি শেষে স্পেনের একটি আদালতের বিচারক তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। শুনানিকালে আইনজীবীরা কাতালোনিয়া সরকারের ৯ সদস্যের মধ্য ৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান। এদের বিরুদ্ধে বিদ্রোহ, উসকানি ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এদিকে এসব নেতাকে জামিন না দিয়ে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বার্সেলোনায় হাজার হাজার স্বাধীনতাপন্থি বিক্ষোভ করেছেন। রিমান্ডে যাওয়া নেতারা হলেন— সাবেক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ওরিয়ল জাঙ্কুয়ার্স, স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফোর্ন, পররাষ্ট্রমন্ত্রী রা এল রোমিভা, বিচারমন্ত্রী কার্লোস মুন্ড, শ্রমমন্ত্রী ডলাস বাস্সা, উন্নয়ন বিষয়কমন্ত্রী জোসেপ রুল, সংস্কৃতিমন্ত্রী মেরিটেক্সেল বোরাস ও সাবেক সরকারি প্রেসিডেন্সি কাউন্সিলর জর্ডি তুরুল। সমন পেয়ে হাজির হয়েও রিমান্ড থেকে বেঁচেছেন কেবল বরখাস্ত হওয়া বাণিজ্যমন্ত্রী সান্তি ভিয়া; কাতালান পার্লামেন্টে স্বাধীনতাবিষয়ক আনুষ্ঠানিক ভোটাভুটির সময় বাইরে ছিলেন তিনি। তদন্ত কর্মকর্তাদের অনুরোধে তাকে জামিন দেওয়া হয়েছে। কাতালোনিয়ার নেতা পুজেমন্ত বৃহস্পতিবার আদালতের শুনানিতে হাজির না হওয়ায় স্পেনের প্রধান কৌঁসুলি সর্বোচ্চ আদালতকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান। তবে বেলজিয়াম থেকে পুজেমন্তের আইনজীবী বলেছেন, স্পেনের পরিবেশ এ মুহূর্তে ভালো নয়। তার মক্কেল কিছুটা দূরত্ব বজায় রাখতে চান। কিন্তু তিনি আদালতকে সহযোগিতা করবেন।

পুজেমন্তকে দুষছেন স্বাধীনতাকামী নেতারা : কাতালোনিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট পুজেমন্তের বেলজিয়ামে পালিয়ে যাওয়ার ঘটনাকে ভালোভাবে নিতে পারছেন না কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষের নেতারা। তারা পালিয়ে যাওয়ার এ ঘটনাকে ‘দায়িত্বহীন কাজ’ বলে আখ্যায়িত করেছেন। তাদের অভিযোগ, স্বাধীনতার      দাবি জোরদার করার প্রচেষ্টা না করে উল্টো বেলজিয়ামে   আশ্রয় নিয়েছেন পুজেমন্ত। তিনি গ্রেফতার এড়াতে এ     কাজ করেছেন। এএফপি, দ্য ইন্ডিপেনডেন্ট।

সর্বশেষ খবর