শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কোরীয় উপদ্বীপে মার্কিন বোমারু বিমানের চক্কর

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের আগে কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে যুক্তরাষ্ট্র তার সুপারসনিক বি-ওয়ান বি সুপারসনিক বোমারু বিমান উড়িয়েছে। অঞ্চলটিতে ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ বিমান মহড়ার অংশ হিসেবে এ তৎপরতা চালিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় এয়ার ফোর্স গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। উত্তর কোরিয়া ওয়াশিংটন-সিউল-টোকিওর যৌথ এ মহড়াকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যায়িত করেছে। কিছুদিন আগেও কোরীয় দ্বীপের ওপর দিয়ে দুটি যুদ্ধবিমান উড়ায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়েছিল পরবর্তী সময় কোরীয় দ্বীপের ওপর দিয়ে কোনো মার্কিন যুদ্ধবিমান উড়ালে তারা সেটি ভূপাতিত করবে।  পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কোরীয় উপদ্বীপে চড়া উত্তেজনা চলছে। দেশটি সাম্প্রতিক সময়ে বেশ ১২টির মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা   এবং ছয়টি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এএফপি।

সর্বশেষ খবর