সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কাতালান নেতা পুজেমনের আত্মসমর্পণ

কাতালান নেতা পুজেমনের আত্মসমর্পণ

কার্লেস পুজেমন

কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লেস পুজেমন গতকাল বেলজিয়াম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এ ছাড়া অঞ্চলটির বিলুপ্ত সরকারের বেলজিয়ামে পালিয়ে আসা আরও চারজন মন্ত্রীও আত্মসমর্পণ করেছেন। একটি সূত্রের বরাত দিয়ে বেলজিয়ামের রাষ্ট্রীয় টিভি ভিআরটি এক খবরে একথা জানিয়েছে। স্পেনের একটি আদালত গত শুক্রবার পুজেমন ও ওই চারজন মন্ত্রীর ইউরোপজুড়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতেই তারা আত্মসমর্পণ করলেন। কাতালোনিয়ার পার্লামেন্ট গত ২৭ অক্টোবর এক গোপন ভোটাভুটির পর একতরফাভাবে স্পেন থেকে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করে। এর জবাবে অঞ্চলটির ওপর কেন্দ্রের প্রত্যক্ষ শাসন আরোপের জন্য স্পেন সরকারের পাঠানো একটি প্রস্তাব দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট অনুমোদন দেয়। এর পরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বিলুপ্ত ঘোষণা করে সেখানে আগাম নির্বাচনের ঘোষণা দেন। সেইসঙ্গে অঞ্চলটির স্বাধীনতাকামী নেতা পুজেমন এবং তার সরকারের সব সদস্যকেও বরখাস্ত করা হয়। কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার দণন দিন পর ৩০ অক্টোবর স্পেনের প্রধান কৌঁসুলির দফতর এক ঘোষণায় জানায়, পুজেমন তার বিলুপ্ত সরকারের অন্য সব সদস্য এবং কয়েকজন আঞ্চলিক সংসদ সদস্যের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে। এজন্য দেশটির জাতীয় আদালতে তারা একটি ল সুট দাখিল করেছেন। পরে সংশ্লিষ্ট আদালত সরকারের এ আবেদন অনুমোদন দেয়। সরকারের তরফে এমন ঘোষণার দিনই কাতালোনিয়া ছেড়ে বেলজিয়ামের ব্রাসেলসে চলে যান পুজেমনসহ তার সরকারের আরও চারজন মন্ত্রী। রাজনৈতিক আশ্রয় পেতেই কাতালান নেতারা দেশটিতে পালিয়ে গেছেন বলে প্রথমে ধারণা করা হয়। পরে ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে পুজেমন জানান, রাজনৈতিক আশ্রয় চাইতে নয়, বরং নিরাপত্তার শঙ্কাতেই তিনি দেশটিতে এসেছেন। স্বাধীনতা ঘোষণা করার পরিপ্রেক্ষিতে কাতালান নেতাদের বিরুদ্ধে স্পেন সরকারের আইনি পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোধিত’ আখ্যায়িত করেছেন তিনি। গত বুধবার স্পেনের হাই কোর্ট কাতালান নেতাসহ তার বিলুপ্ত সরকারের আরও ১৪ জন সদস্যকে আদালতে হাজির হতে সমন জারি করে। তা মেনে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থি নয়জন নেতা গত বৃহস্পতিবার আদালতে হাজির হন। একইদিন তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে ব্রাসেলসে অবস্থানরত পুজেমন ও অন্য চারজন আদালতে হাজির হতে অস্বীকৃতি জানান। বরং তারা ভিডিওকনফারেন্সের মাধ্যমে বক্তব্য পেশ করা আর্জি জানালে আদালত তা নাকচ করে দেয়। গত শুক্রবার স্পেনের একজন বিচারক পুজেমনসহ ওই চার মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপজুড়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর