সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

যৌন কেলেঙ্কারিতে এবার ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী

যৌন কেলেঙ্কারি নিয়ে তোলপাড় এখন গোটা ব্রিটেনে। এই অভিযোগে দিন কয়েক আগে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফ্যালন। এবার দেশটির উপপ্রধানমন্ত্রী ডামিয়েন গ্রিনের কম্পিউটারে ভয়াবহ পর্নো ছবির ভাণ্ডারের তথ্য ফাঁস হয়েছে। ব্রিটেনের পুলিশ বলছে, তারা ডামিয়েন গ্রিনের পার্লামেন্টারি অফিসে তল্লাশি চালিয়ে এক্স-রেটেড বা রগরগে পর্নো ছবির ভাণ্ডারের তথ্য পেয়েছিল। ওদিকে পুলিশের যে কর্মকর্তা এ তথ্য উদঘাটন করেছেন তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। তবে ঘটনাটি ২০০৮ সালের। বিষয়টি এতদিন আলোর মুখ দেখেনি। এসব তথ্য প্রকাশ হওয়ার পর ব্রিটিশ নাগরিকদের ভিতরে হতাশার সৃষ্টি করেছে। কয়েকজন মন্ত্রীসহ কমপক্ষে ৩৬ জন এমপির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে গত কয়েকদিন তোলপাড় চলছে ব্রিটেনে। লন্ডনের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শেষ পর্যন্ত উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যৌন কেলেঙ্কারির অভিযোগ বেরিয়ে পড়ল। তার কম্পিউটারে পাওয়া গেছে ‘একট্রিম’ বা অত্যন্ত ভয়াবহ সব পর্নোগ্রাফি। এ বিষয়টি আবিষ্কার করেছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার বব কুইক। তিনি বলেছেন, তিনি উপপ্রধানমন্ত্রীর এই পর্নো কেলেঙ্কারি পার্লামেন্টে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার আগেই তাকে জোর করে পদত্যাগ করানো হয়। ফলে তিনি ওই রিপোর্ট দেওয়ার সুযোগ পাননি। বিবিসি।

সর্বশেষ খবর