মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার ব্যাপারে কৌশলগত ধৈর্যের সময় শেষ : ট্রাম্প

উত্তর কোরিয়ার ব্যাপারে কৌশলগত ধৈর্যের সময় শেষ : ট্রাম্প

সংবাদ সম্মেলনে ট্রাম্প ও আবে

পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের সময় ফুরিয়ে এসেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংয়ের উচ্চাভিলাষী পরমাণু কর্মসূচিকে সভ্য বিশ্ব এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি আখ্যায়িত করে একথা বলেছেন তিনি। ১২ দিনের এশিয়া সফরের দ্বিতীয় দিনে গতকাল জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ট্রাম্প। এশিয়ার পাঁচ দেশ সফরের অংশ হিসেবে রবিবার টোকিওতে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। দুই দিনের জাপান সফরের দ্বিতীয় দিনে গতকাল প্রধানমন্ত্রী আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের পরই এক যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। এ সময় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার ব্যাপারে কৌশলগত ধৈর্যের যুগের শেষ হয়েছে। ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করে জাপানের প্রধানমন্ত্রী আবে বলেন, পিয়ংইয়ংকে দমাতে চাপ প্রয়োগের এখনই উপযুক্ত সময়। আবে তার বক্তব্যে বলেন, ‘উত্তর কোরিয়া প্রসঙ্গে সব বিকল্পই আলোচনার টেবিলে রয়েছে ট্রাম্পের এমন নীতির প্রতি আমাদের সবসময় সমর্থন রয়েছে।’ নতুন অবরোধের অংশ হিসেবে উত্তর কোরিয়ার ৩৫টি গোষ্ঠী ও ব্যক্তির সম্পত্তি জব্দ করা হবে বলেও জাপানের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। টোকিও সফর শেষে আজ দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। সেখানে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। দেশটির পার্লামেন্টেও ভাষণ দেওয়ার কথা সফররত মার্কিন প্রেসিডেন্টের। এরপর একে একে তিনি চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফর করবেন। ১৪ নভেম্বর তার দীর্ঘ এশিয়া সফরের সমাপ্তি ঘটবে। এএফপি।

সর্বশেষ খবর