মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুজেমনকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে বেলজিয়াম

কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লেস পুজেমন ও তার সরকারের চার মন্ত্রীকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে বেলজিয়ামের একটি আদালত। দেশটির সরকারি কৌসুঁলিদের বরাতে বার্তা সংস্থা এপি গতকাল একথা জানিয়েছে। কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করার জেরে পুজেমন ও তার বিলুপ্ত সরকারের ১৪ জন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগ আনে স্পেন সরকার। এসব অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার দেশটির হাইকোর্টে হাজির হওয়ার জন্য তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। তা মেনে পুজেমনের বিলুপ্ত সরকারের ৯ জন সদস্য আদালতে হাজির হলেও পুজেমন ও ওই চারজন আদালতে হাজির হননি। কারণ তারা সেই সময় বেলজিয়ামে অবস্থান করছিলেন। আদালতে হাজির না হওয়ায় ওই নেতাদের বিরুদ্ধে গত শুক্রবার স্পেনের একটি আদালত ইউরোপজুড়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ অবস্থায় রবিবার বেলজিয়াম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন পুজেমন ও অন্যরা। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর