রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আইএসের পতন না ঘটা পর্যন্ত লড়াইয়ে সম্মত ট্রাম্প-পুতিন

► ওয়াশিংটন-মস্কো যোগাযোগ অব্যাহত থাকবে
► নির্বাচনে হস্তক্ষেপের কথা ফের নাকচ
► ট্রাম্প-পুতিন তিনবার মুখোমুখি

আইএসের পতন না ঘটা পর্যন্ত লড়াইয়ে সম্মত ট্রাম্প-পুতিন

এপেক সম্মেলনে পুতিন-ট্রাম্প

সিরিয়ায় আইএসের সম্পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত জঙ্গি এ গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  দেশটিতে দীর্ঘ ছয় বছরের বেশি সময় চলা সংকটের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় বলেও দুই নেতা মতৈক্যে পৌঁছেছেন। রুশ প্রেসিডেন্টে দফতর ক্রেমলিন এক বিবৃতিতে গতকাল এসব কথা জানিয়েছে। ভিয়েতনামে অনুষ্ঠিত এপেক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে দুই নেতার সংক্ষিপ্ত সাক্ষাতের প্রেক্ষিতে তৈরি এক যৌথ লিখিত বিবৃতির বরাতে ক্রেমলিন একথা জানিয়েছে। তবে যৌথ বিবৃতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বশেষ খবর পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় বন্দর নগরী দানাংয়ে দুদিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন এপেক’র শীর্ষ সম্মেলন গতকাল শেষ হয়। জোটের সদস্যগুলোর শীর্ষ নেতৃত্বের মধ্যে সম্মেলনে যোগদানকারীদের মধ্যে ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সম্মেলনে ট্রাম্প-পুতিনের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক না হলেও এর শেষ দিনসহ বিগত ২৪ ঘণ্টায় তাদের মোট তিনবার সাক্ষাৎ ঘটেছে। আর এ সময়ই তারা সৌজন্যতা হিসেবে করমর্দন করেছেন এবং কিছু কথাবার্তাও সেরে নিয়েছেন। ট্রাম্প ও পুুতিনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত জুলাইয়ে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে তাদের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, এপেক সম্মেলনে ট্রাম্প-পুতিনের মধ্যকার সংক্ষিপ্ত কথাবার্তার আলোকেই সংশ্লিষ্টরা একটি যৌথ বিবৃতিতে তৈরি করেন। আর এ যৌথ বিবৃতি বরাতে রুশ প্রেসিডেন্টের দফতর জানায়, আইএসকে পরাজিত করতে এ দুই নেতা তাদের দৃঢ় অবস্থানের কথা নিশ্চিত করেছেন এবং সিরিয়া সংকটের সমাধানের জন্য জেনেভা শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যৌথ বিবৃতির বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে বিভিন্ন পক্ষের বাহিনীর মধ্যে মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার বিদ্যমান যোগাযোগ মাধ্যম অব্যাহত রাখতেও প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন দেশ দুটির শীর্ষ নেতৃত্ব। সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল রুশ প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যেও সাক্ষাৎ হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া রুশ প্রতিনিধিদলের একটি সূত্রের ইন্টারফ্যাক্স একথা জানায়। এদিকে, যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেনি বলে প্রেসিডেন্ট পুতিন তাকে কয়েকবার বলেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর পুতিনের এ কথা বিশ্বাস করছেন বলেও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন। দানাংয়ে এপেক সম্মেলন শেষে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ফেরার পথে ‘এয়ারফোর্স ওয়ান’ বিমানে (মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান) অবস্থানরত সাংবাদিকদের একথা বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) বলেছেন যে তিনি হস্তক্ষেপ করেননি। ফের জিজ্ঞাসা করলেও তিনি বলেছেন যে, তিনি করেননি। আপনারা তা সে ফ বারবার জিজ্ঞাসা করতে পারেন।’ ট্রাম্প আরও বলেন, ‘তিনি (পুতিন) যতবারই আমাকে দেখেছেন ততবারই আমাকে বলেছেন যে ‘আমি তা করিনি।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এবং আমি বিশ্বাস করি, আমি সত্যিই বিশ্বাস করি যে তিনি যখন আমাকে একথা বলেছেন তিনি তা বুঝিয়েছেন।’ বিবিসি, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর