রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আরও ২০ পৃথিবীর সন্ধান

আরও ২০ পৃথিবীর সন্ধান

বিজ্ঞানীরা আরও নতুন গ্রহের সন্ধান পেয়েছে। একটি দুটি নয় একসঙ্গে ২০টি। নাসার ‘কেপলার মিশন’ নতুন এই গ্রহগুলির দেখা পেয়েছে। আর এসব গ্রহেই প্রাণের অস্তিত্ব আছে বলে ধারণা বিজ্ঞানীদের। মূলত আমাদের সৌরজগতে আরও কোনো জায়গায় প্রাণের অস্তিত্ব আছে কী না জানতেই মহাকাশে পাড়ি দিয়েছে ‘কেপলার’ মহাকাশযান। তাতেই ধরা পড়েছে ২০টি নতুন গ্রহ। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতির মতো আমাদের সৌরমণ্ডলের গ্রহগুলি ছাড়াও আরও অনেক গ্রহ রয়েছে অন্য সৌরমণ্ডলে। অন্য সৌরমণ্ডলের গ্রহগুলিকে আমরা বলি ‘ভিন গ্রহ’ (এক্সো-প্ল্যানেটস)।

নাসা জানিয়েছে, এই ভিন গ্রহগুলি পৃথিবীর মতোই পাথুরে গ্রহ। আবহাওয়াতেও কিছু সাদৃশ্য রয়েছে। এরা সবাই নিজেদের মতো ঘুরছে কোনো না কোনো নক্ষত্রের চারপাশে। নাসার বিজ্ঞানীদের মতে, পৃথিবীর সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে যে ভিন গ্রহটির তার নাম ‘কেওআই-৭৯২৩.০১’। এই গ্রহ পৃথিবীর ব্যাসের চেয়ে ৯৭ শতাংশ বেশি। এখানে বছর হয় ৩৯৫ দিনে। আমাদের নীলাভ গ্রহের চেয়ে অনেক বেশি ঠাণ্ডা এ গ্রহ। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এই গ্রহ যে নক্ষত্রের চারপাশে চক্কর কাটছে তার তাপমাত্রা আমাদের সূর্যের চেয়ে কিছুটা কম। তাই এই গ্রহের তাপমাত্রাও পৃথিবীর চেয়ে কম। তবে, এখানে পানির অস্তিত্ব আছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। প্রাণের উপযোগী পরিবেশও রয়েছে। কোনো নক্ষত্র থেকে তার গ্রহের দূরত্বকে বলে ‘গোল্ডিলক্স জোন’। মহাকাশ বিজ্ঞানীদের মতে, সম্প্রতি কেপলার মিশনে সন্ধান মিলেছে ২১৯টি ভিন গ্রহের। আর সেই ২১৯টি ভিন গ্রহের মধ্যে ২০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর