রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আফগান আইএসকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র : কারজাই

আফগানিস্তানে সক্রিয় আইএস জঙ্গিদের যুক্তরাষ্ট্র সহযোগিতা দিচ্ছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। ওয়াশিংটনের অনুমোদন ও সমর্থন নিয়েই জঙ্গি গোষ্ঠী দেশটিতে অবস্থান তৈরি করেছে বলেও দাবি করেন তিনি। স্থানীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন কারজাই। যুক্তরাষ্ট্র গত এপ্রিলে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ‘বোমার মা’ (মাদার অব অল বম্বস) ফেলে। বোমাটি জিবিইউ-৪৩ নামেও পরিচিত। আর এ ধরনের বিশালাকৃতির বোমা কোনো লড়াইয়ে এ প্রথম ব্যবহার করে দেশটি।  আফগানিস্তানে এ বোমা ফেলার পরদিনই দেশটির একটি অঞ্চল আইএস দখলে নেয় জানিয়ে কারজাই বলেন, ‘এতে প্রমাণিত হয় যে এতে কারও হাত আছে এবং আফগানিস্তানে তারা (যুক্তরাষ্ট্র) ছাড়া অন্য কারও হস্তক্ষেপ নয় এটি।’ ‘বোমার মা’র মতো নতুন ও বিপজ্জনক বোমার পরীক্ষাস্থল হিসেবে আফগান ভূমি ব্যবহারকে ‘অমানবিক’ ও ‘নিষ্ঠুর অপব্যবহার’ বর্ণনা করে এর সমালোচনাও করেছেন সাবেক এক প্রেসিডেন্ট। আফগানিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে কারজাই সহযোগিতা করেছেন বলেও পশ্চিমাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ দাবি তদন্তে কারজাই সহযোগিতা করবেন বলে সবসময়ই জানিয়ে আসছেন। এক্ষেত্রে আইসিসি তদন্ত করলেও সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। এ প্রসঙ্গে সাক্ষাৎকারে কারজাই বলেন, ‘আমি সংস্থাটির প্রতি আহ্বান জানিয়ে আসছি যে তারা আফগানিস্তানে আসুক এবং দেশটিতে কী ঘটেছে তা তারা তদন্ত করুক।’ দেশটিতে যুক্তরাষ্ট্রের তরফে সংঘটিত বিভিন্ন অপরাধ পশ্চিমা সংগঠনগুলো ঢাকা দিয়ে এতে তারা সহযোগিতা করছে দাবি করে তাদের এ    আচরণের সমালোচনাও করেছেন তিনি। এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ খবর