রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
সৌদি যুবরাজকে এরদোগান

আপনি ইসলামকে ধারণ করেন না

আপনি ইসলামকে ধারণ করেন না

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান পরোক্ষভাবে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে উদ্দেশ করে বলেছেন, সৌদি আরবের এই কর্মকর্তা ইসলামী চেতনাকে ধারণ করেন না। শুক্রবার এরদোগান আরও বলেছেন, ‘উদারপন্থি’ ইসলাম আর ‘অনুদারপন্থি’ ইসলাম মূল ইসলামকে দুর্বল করার জন্য পশ্চিমাদের সৃষ্টি করা একটি ধারণা। ২৪ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বিনিয়োগ সম্মেলনে যুবরাজ মুহাম্মদ বিন সালমান অঙ্গীকার করেছিলেন, সৌদি আরবকে তিনি ‘উদারপন্থি ইসলামে’ ফিরিয়ে আনবেন। এ প্রসঙ্গে এরদোগান বলেন, ‘উদারপন্থি ইসলামের ধারণা পশ্চিমা দেশগুলো থেকে তৈরি হয়েছে। কিন্তু ইসলামে কোনো উদারপন্থি বা অনুদারপন্থি বলে কিছু নেই; ইসলাম একটাই। এ ধরনের পরিভাষা ইসলামকে দুর্বল করার জন্য ব্যবহার করা হয়। এখন এই ধারণা যে ব্যক্তি উচ্চারণ করছেন মনে করছি তিনি নিজেই এই ধারণা বিশ্বাস করেন। কিন্তু আপনাকে জানতে হবে এটা আপনার বিষয় নয়।’

এরদোগান এসব কথা বলেছেন তবে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নাম উল্লেখ করেননি। সৌদি আরবে ইসলাম যদিও সরকারিভাবে অনুসৃত আদর্শ তবে দেশটির সরকার ওয়াহাবি মতবাদ নামে একটি আদর্শ প্রচারের জন্য আলেমদের পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। এই একই আদর্শ চর্চা করে আইএস সন্ত্রাসীরা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন এলাকায় বর্বরতা চালাচ্ছে। প্রেসটিভি।

সর্বশেষ খবর