রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
সৌদি মুফতির ফতোয়া

মুসলমানরা গির্জায়ও নামাজ পড়তে পারবে!

মুসলমানরা গির্জায় গিয়েও নামাজ পড়তে পারবে বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের ‘কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সদস্য আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া’। তিনি বলেন, ‘পৃথিবী আল্লাহর সৃষ্টি। পৃথিবীর সব মাটি পবিত্র। তাই মুসলমানরা গির্জায় গিয়েও নামাজ পড়তে পারবে। গির্জায় গিয়ে নামাজ পড়তে কোনো বাধা নেই।’ তিনি আরও বলেন, ‘ইসলাম হচ্ছে শান্তি ও ক্ষমার ধর্ম। এখানে সংঘাতের কোনো সুযোগ নেই। মুসলমানদের উচিত সত্যিকার ইসলামের প্রচার করা, যা মুহম্মদ (সা.) করেছেন।’ মুফতি মানিয়া আরও বলেন, ‘ইসলামে সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। মৌলিক ইবাদতের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই।’ গির্জায় নামাজ পড়ার পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে মুহম্মদ (সা.) মসজিদের মধ্যে নজরানের খ্রিস্টানদের দাওয়াত করে এনেছিলেন এবং মসজিদের মধ্যে খ্রিস্টানদের তাদের নিজেদের ধর্মীয় আচারের অনুমোদন দিয়েছিলেন।’ ১০ আগেও আল মানিয়া একই ধরনের ফতোয়া দিয়েছিলেন। আরব নিউজ।

সর্বশেষ খবর