রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘সিঙ্গলস ডে’র বেচাকেনায় আলিবাবার নতুন রেকর্ড

চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা ‘সিঙ্গলস ডে’তে পণ্য বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। শপিংবিষয়ক এই উৎসবে গতকাল বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই কোম্পানির শপিং প্ল্যাটফরমগুলোতে বিক্রির পরিমাণ দাঁড়ায় ১০ বিলিয়ন ডলার। আর গতকাল দুপুরের পরপরই তা গিয়ে দাঁড়ায় রেকর্ড ১৮ বিলিয়ন ডলারে যা গত বছরের সামগ্রিক বিক্রির চেয়ে বেশি। আরও লক্ষণীয় হলো, অনলাইনে বিক্রি শুরুর দুই মিনিটের মধ্যেই এ পরিমাণ দাঁড়ায় ১ বিলিয়ন ডলারে। ‘সিঙ্গলস ডে’ প্রতি বছর নভেম্বরের ১১ তারিখে উদযাপন করা হয়। প্রথমদিকে মূলত এটি নিঃসঙ্গ চীনা নাগরিকদের (নামের মধ্যেই যার অর্থ নিহিত) একটি উপলক্ষ ছিল। কিন্তু ক্রমেই তা বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। দিনটিতে অনলাইনে কেনার ধুম পড়ে যায়। চীনে এই দিনটিতে যে পরিমাণ বেচাকেনা হয়, তা যুক্তরাষ্ট্রের ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘সাইবার মানডে’র সম্মিলিত বিক্রিকেও ছাড়িয়ে যায়।

শুক্রবার মধ্যরাতে সাংহাইয়ে তারকাবহুল এক জমকালো অনুষ্ঠানে ‘সিঙ্গলস ডে’র বিক্রির সূচনা করা হয়। আর গতকাল মধ্যরাতে ২৪ ঘণ্টার এ বেচাকেনার উৎসব শেষ হওয়ার কথা। উৎসব শুরুর প্রাক্কালে দেওয়া এক বক্তৃতায় আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান জোসেফ সাই বলেন, ‘এটা চীনের জন্য ও তাদের কোম্পানির জন্য একটি বড় ঘটনা। সিঙ্গলস ডেতে কেনাকাটা হচ্ছে এক ধরনের খেলা, বিনোদন।’ রয়টার্স।

সর্বশেষ খবর