রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

পেট্রল পানে বানর

পেট্রল পানে বানর

জলবায়ুর পরিবর্তন নিয়ে সারা বিশ্বজুড়েই আলোচনা চলছে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে অনেক প্রজাতির প্রাণীই তাদের খাদ্যাভ্যাস পাল্টে ফেলে। কিন্তু তাই বলে পেট্রল! হরিয়ানায় এক বানর খাদ্যাভ্যাস চমকে দিয়েছে সবাইকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বানরটির পেট্রল পান করার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ওই বানর দাঁড় করিয়ে রাখা বাইক থেকে পেট্রল পান করতে দেখা গেছে। সম্ভবত নেশা করতেই বানরটি দাঁড়িয়ে থাকা বাইক থেকে পেট্রল চুরি করে বলে অনুমান।  পানিপথের ইনসার বাজারের কয়েকজন বাইক আরোহী লক্ষ্য করেন যে, তাদের বাইকের পেট্রল ট্যাঙ্ক খালি। এরপর যেখানে তারা বাইক দাঁড় করিয়ে রাখেন সেখানে নজর রাখতে বসিয়েছিলেন ভিডিও ক্যামেরা। ক্যামেরায় যা ধরা পড়ল, তাতে তো তাজ্জব তারা। দেখলেন, চোর আর কেউ নয়, বানর। বাইকের পেট্রল ট্যাঙ্কের পাইপ মুখে লাগিয়ে বানরটি চোঁ চোঁ করে পেট্রল পান করছে! শহরের এক  স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িতপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, বানরটি পুরোপুরি পেট্রলে আসক্ত হয়ে পড়েছে। বানরকে কলা  দেওয়া হলেও তা খায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর