রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কাশ্মীরের স্বাধীনতা চাওয়া অন্যায় : আবদুল্লাহ

কাশ্মীরের স্বাধীনতা চাওয়াকে ‘অন্যায়’ আখ্যায়িত করেছেন বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ। উপত্যকাটি স্থলবেষ্টিত এবং তিনটি পরমাণু শক্তিধর দেশ ভারত, পাকিস্তান ও চীনের চারপাশ ঘিরে রয়েছে। তাই এর স্বাধীনতা কখনই অর্জিত হবে না বলে জানিয়েছেন তিনি। গতকাল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে দলীয় সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের এসব কথা বলেছেন অঞ্চলটির সাবেক মুখ্যমন্ত্রী আবদুল্লাহ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতার ধারণা ‘বাস্তবতার’ ভিত্তিতে নয় জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। তার কয়েক দিন বাদেই অঞ্চলটির স্বাধীনতার প্রশ্নে আবদুল্লাহর তরফে ওই বক্তব্য এলো। ফারুক আবদুল্লাহ বলেন, ‘যারা আজাদির (বিচ্ছিন্নতাবাদের) কথা বলছেন, তারা ভুল বলছেন।’ শ্রীনগরে সাংবাদিকদের আবদুল্লাহ বলেন, ‘আমি বলছি যে স্বাধীনতার (স্বাধীন কাশ্মীর) বিষয়ের মতো কোনো কিছু এখানে নেই। আমরা স্থলবেষ্টিত। আমাদের একপাশে রয়েছে চীন, অন্যপাশে পাকিস্তান ও তৃতীয় পাশে রয়েছে ভারত।’ এই তিনটি দেশই পরমাণু শক্তিধর জানিয়ে তিনি আরও বলেন, ‘তিনটি দেশেরই পরমাণু বোমা রয়েছে। আল্লাহর নাম ছাড়া আমাদের আর কিছুই নেই।’ কাশ্মীরের স্বায়ত্তশাসনের দাবি প্রসঙ্গেও কথা বলেছেন সাবেক এই মুখ্যমন্ত্রী। রাজ্যটি ভালোবাসাবোধ থেকে ভারতের সঙ্গে যোগদানের সিদ্ধান্ত নিলেও কেন্দ্রীয় সরকার কাশ্মীরীদের সঙ্গে বেইমানি করেছে এবং তাদের সঙ্গে ভালো আচরণ করেনি বলে জানান তিনি। এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) পাকিস্তানেরই অন্তর্ভুক্ত বলেও দাবি করেছেন তিনি। ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে যতই যুদ্ধ করুক না কেন তাতে এই অবস্থার পরিবর্তন হবে না বলেও যোগ করেছেন তিনি। পিটিআই।

সর্বশেষ খবর