সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
স্বাধীনতা ঘোষণা ঘিরে সংকট

কাতালোনিয়া সফরে স্পেনের প্রধানমন্ত্রী

কাতালোনিয়া সফরে স্পেনের প্রধানমন্ত্রী

মারিয়ানো রাখোই

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়ার রাজধানী শহর বার্সেলোনা সফর করছেন। আগাম আঞ্চলিক নির্বাচন সামনে রেখে নিজ দল পপুলার পার্টির একজন প্রার্থীর একটি নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিচ্ছেন তিনি। গত মাসে একতরফাভাবে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংকটের মাঝে এই প্রথম তিনি অঞ্চলটি সফর করছেন। আর এ সফরের এক দিন আগে শনিবার বার্সেলোনা ও অঞ্চলটির অন্যান্য স্থানে কাতালানরা বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের হাতে আটক বরখাস্তকৃত আট কাতালান মন্ত্রী ও তৃণমূলের স্বাধীনতাপন্থি দুই নেতার মুক্তির দাবি জানিয়েছেন। কালাতান পার্লামেন্ট গত ২৭ অক্টোবর এক গোপন ভোটাভুটির পর একতরফাভাবে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করে। এর তাত্ক্ষণিক জবাবে সংবিধানের ১৫৫ ধারা অনুযায়ী আঞ্চলিক পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে সেখানে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী রাখোই। সেইসঙ্গে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজেমন ও তার সরকারের সব সদস্যকে বরখাস্ত করা হয়। পরে পুজেমনসহ স্বাধীনতাপন্থি এসব নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের শুনানিতে অংশ নেওয়ার জন্য তাদের স্পেনের হাই কোর্টে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। আদালতে হাজির হলে অভিযোগের তদন্ত সাপেক্ষে তাদের আটকাদেশের নির্দেশ দেওয়া হয়। তবে পুজেমন এবং তার সরকারের আরও চার মন্ত্রী অভিযোগ আনার দিনই স্পেন ছেড়ে পার্শ্ববর্তী দেশ বেলজিয়ামে পালিয়ে গেছেন। বিদেশে অবস্থান করায় নির্দিষ্ট দিনে আদালতে হাজির হতে ব্যর্থ হন পুজেমন ও বাকি চারজন। ফলে স্পেনের একটি আদালত তাদের বিরুদ্ধে ইউরোপজুড়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বেলজিয়াম পুলিশের কাছেও গ্রেফতারি পরোয়ানার কপি পৌঁছায়। এ অবস্থায় ব্রাসেলস পুলিশের কাছে আত্মসমর্পণ করলে দেশটির একটি আদালত তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়।এর আগে স্পেন থেকে স্বাধীনতার প্রশ্নে গত ১ অক্টোবর কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। স্পেনের সাংবিধানিক আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কাতালান নেতারা এ গণভোট আয়োজন করেন। গণভোটের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ভোটারদের মধ্যে ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন। যদিও নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৪২ শতাংশ। আগামী মাসের ২১ তারিখে কাতালোনিয়ায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে বার্সেলোনার এক হোটেলে কেন্দ্রে ক্ষমতাসীন দল পপুলার পার্টির এক প্রার্থীর নির্বাচনী প্রচারাভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী রাখোইর। তবে সেখানে প্রকাশ্যে হাজির হওয়ার সম্ভাবনা নেই তার। নির্বাচন সামনে রেখে এক জনমত জরিপে দেখা গেছে, পুজেমনের ঘনিষ্ঠ মিত্র বামপন্থি ‘ইআরসি পার্টি’ আঞ্চলিক নির্বাচনে বড় জয় পাবে। তবে ২০১৫ সালের মতো স্বাধীনতাপন্থি একক জোট হিসেবে নির্বাচনে লড়াই করতে পুজেমনের আহ্বান প্রত্যাখ্যান করেছে দলটি। দুই বছর আগে অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনেও প্রধানমন্ত্রী মাখোইর পপুলার পার্টি মাত্র ৮.৫ শতাংশ ভোট পেয়েছিল। এদিকে, কাতালোনিয়ার আটক নেতাদের মুক্তির দাবিতে শনিবার বার্সেলোনায় বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে সাড়ে সাত লাখের মতো কাতালান অংশ নেয় বলে শহরটির পুলিশ জানিয়েছে। ‘আমরা একটি প্রজাতন্ত্র’ এর ব্যানারে প্রতিবাদকারীরা সমাবেশে অংশ নেন। এ সময় তাদের হাতে ‘কাতালোনিয়ার আটক দশ নেতা রাজনৈতিক বন্দী’ লেখা প্ল্যাকার্ড শোভা পায়। বিবিসি।

সর্বশেষ খবর