সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : রাশিয়া

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযোগ করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তার অভিযোগ, ন্যাটো পারমাণবিক যুদ্ধ শুরু করতে চায় এবং এ জন্যই ওই জোট রাশিয়া ও বেলারুশের মধ্যে অনুষ্ঠিত সামরিক মহড়ার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছে। গত সেপ্টেম্বর মাসে বেলারুশের একটি অঞ্চলের পাশাপাশি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরের কাছে ‘জাপাদ-২০১৭’ নামের যৌথ মহড়া চালায় মস্কো ও মিনস্ক। ন্যাটো জোটের পক্ষ থেকে ওই মহড়ার ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়। এ সম্পর্কে রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তার দেশের সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যে ক্রমবর্ধমান সামরিক তত্পরতা চালাচ্ছে তাকে ধামাচাপা দেওয়ার জন্যই জাপাদ-২০১৭’র বিরুদ্ধে অযথা হৈ চৈ শুরু করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। তারা রাশিয়ার পশ্চিম সীমান্তে নতুন নতুন সামরিক ও বিমান ঘাঁটি নির্মাণ করছে। ন্যাটোর এই তত্পরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠিলে দেবে বলে তিনি মন্তব্য করেন। নাজাভিসিমা গেজেটা।

সর্বশেষ খবর