রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
হারারেতে বিশাল সমাবেশ

মুগাবের পদত্যাগ দাবি

জিম্বাবুয়েতে রাজনৈতিক সংকট

মুগাবের পদত্যাগ দাবি

প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগ চেয়ে গতকাল জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মুগাবেকে অবশ্যই সরে যেতে হবে’ স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। দেশটির সেনাবাহিনী, মুগাবের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি, নাগরিক সমাজ এবং গত বছর পর্যন্তও মুগাবের প্রতি আনুগত্যকারী স্বাধীনতা যুদ্ধের বর্ষীয়াণ নেতারাও সমাবেশে নিজেদের সমর্থন দিয়েছেন। এতে করে প্রেসিডেন্ট মুগাবের পদত্যাগ চেয়ে করা এই সমাবেশ যেন তার ৩৭ বছরের শাসনের ইতি ঘটানোর ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা উদযাপনের অনুষ্ঠানে পরিণত হয়। জিম্বাবুয়ের সেনাবাহিনী ১৫ নভেম্বর প্রেসিডেন্ট মুগাবেকে রাজধানী হারারেতে তার বাসভবনে কার্যত গৃহবন্দী করে দৃশ্যত ক্যু মঞ্চায়ন করে। সেই সঙ্গে তারা দেশটির রাষ্ট্রীয় টিভিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নেয়। তবে শুক্রবার গৃহবন্দী দশা থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে এসে হারারেতে একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন মুগাবে। সেনাবাহিনী ‘অভ্যুত্থান’ মঞ্চায়ন করেছে এ তকমা থেকে বাঁচাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা মরিয়া হয়ে উঠেছেন। এরই অংশ হিসেবে মুগাবেকে সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে বলে। একে তিনি যে মুক্তভাবে জীবনযাপন করছেন সেনাবাহিনীর তরফে তা দেখানোর প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। সমাবেশে উপস্থিত বিবিসির প্রতিনিধি জানান, বিক্ষোভকারীরা লোকজনের ভিড়ে সেনা সদস্যদের জড়িয়ে আলিঙ্গন করেছেন এবং তাদের লক্ষ্য করে উল্লাস দেখিয়েছেন। দিনটিকে জিম্বাবুয়ের জন্য ‘নতুন দিনের শুরু’ হিসেবে এক বিক্ষোভকারী বর্ণনা করেছেন। ওই ব্যক্তি বলেন, ‘জিম্বাবুয়ের নাগরিক হিসেবে আমরা সেনাবাহিনীর উদ্দেশে বলতে চাই যে, শান্তিপূর্ণ হস্তক্ষেপের জন্য আপনাদের খুব ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘গতকালের মতো (শুক্রবার) জিম্বাবুয়ের জনগণের এটা বলার এখনই সময় যে, মুগাবেকে অবশ্যই সরে যেতে হবে। তার সরে যাওয়া দেখতে আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমাদের কাছে এটা দেশের নতুন শুরুর মতো।’ প্রেসিডেন্ট মুগাবের ক্ষমতাসীন জানু-পিএফ দলের ভিতরেই তার পদত্যাগের দাবি উঠেছে। দলটির আঞ্চলিক দশটি শাখার অন্তত আটটি শুক্রবার এক ভোটাভুটিতে মুগাবেকে প্রেসিডেন্ট থেকে পদত্যাগ এবং দলের সাধারণ সম্পাদকের পদ ছাড়ার আহ্বান জানিয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আঞ্চলিক নেতা রাষ্ট্রীয় টিভিতে উপস্থিত হয়ে মুগাবের সরে দাঁড়ানো উচিত বলে জানিয়েছে। ক্ষমতাসীন জানু-পিএফের নেতাদের তরফে এমন আচরণ খুবই অভূতপূর্ব।

জানু-পিএফের আঞ্চলিক নেতারা মুগাবের স্ত্রী গ্রেসের প্রতি দল থেকে পদত্যাগ এবং ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট ইমারসন নানগাগোয়াকে একই পদে পুনর্বহালেরও দাবি জানিয়েছেন। বিদ্যমান সংকট নিয়ে আলোচনা আজ দলের একটি বিশেষ বৈঠক ডাকার ব্যাপারেও সম্মত হয়েছেন নেতারা। এ বৈঠকেই মুগাবের ব্যাপারে করণীয় ঠিক করার কথা রয়েছে। মুগাবেকে জোরপূর্বক পদত্যাগ করানোর ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে খবরে বলা হয়েছে। পদত্যাগ না করলেও তার বিরুদ্ধে অভিশংসন আনারও চিন্তা ভাবনা করা হচ্ছে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর