রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নওয়াজের দেশত্যাগে কড়াকড়ি

নওয়াজের দেশত্যাগে কড়াকড়ি

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার পরিবারের আরও চার সদস্যের দেশত্যাগের উপর কড়াকড়ি আরোপের প্রক্রিয়া শুরু হয়েছে। নওয়াজ ও বাকিদের নাম দেশটির বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায় (ইসিএল) অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু করেছে জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি), লাহোর শাখা। নওয়াজ ছাড়া তার পরিবারের আর যারা তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন তারা হলেন  নওয়াজের দুই ছেলে হাসান ও হোসেইন, তার মেয়ে মরিয়ম ও তার জামাই ক্যাপ্টেন মোহাম্মদ সফদার। এনএবির ইসলামাবাদ শাখার মুখপাত্র একথা জানিয়েছেন। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দ্বারের নাম ইসিএল’এ অন্তর্ভুক্তির জন্য এনএবি গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। দুর্নীতির এক মামলায় জাতীয় জবাবদিহিতা আদালত এর আগে দ্বারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতেই তাকে ইসিএল’এ অন্তর্ভুক্তির ওই অনুরোধ করা হয়। জ্ঞাত উেসর বাইরে সম্পদ অর্জনের অভিযোগে অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম এবং মেয়ের জামাই সফদারের বিরুদ্ধেও দুর্নীতির মামলা করেছে জাতীয় জবাবদিহিতা ব্যুরো। ডন নিউজ।

সর্বশেষ খবর