রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করবে চীন

চীন ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদারে পিয়ংইয়ংয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে বেইজিং। উত্তর কোরিয়া সফরে গিয়ে চীনের এক শীর্ষ কর্মকর্তা এই সম্পর্ককে দুই দেশের জনগণের কাছে ‘অমূল্য সম্পদ’ বলে বর্ণনা করেন, গতকাল চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির  কংগ্রেস সম্পর্কে বিস্তারিত জানাতে পিয়ংইয়ং সফর করছেন চীনের আন্তর্জাতিক বিভাগের প্রধান সং টাও । গত মাসে শেষ হওয়া ওই কংগ্রেসে দলে নিজের ক্ষমতা আরও সুসংহত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টির  (সিপিসি) আন্তর্জাতিক বিভাগ শি’র প্রতিনিধি হিসেবে সংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা চো রিয়ং হের বৈঠক নিয়ে বিবৃতি দেয়। পরদিন চীনা গণমাধ্যম ওই বিবৃতিটিকে কেন্দ্র করে খবর প্রকাশ করে । বিবৃতিতে সং এবং চো দুদেশ ও দুদলের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলেছেন বলে জানানো হয়। তবে বৈঠকে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, তা জানায়নি সিপিসি।

 নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। গত শুক্রবার সং পিয়ংইয়ং পৌঁছান বলে রয়টার্স জানিয়েছে।

সর্বশেষ খবর