রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারত-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

কলকাতা প্রতিনিধি

দ্বিপক্ষীয় সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ভারত ও মিয়ানমারের সেনাবাহিনী। ২০ থেকে ২৫ নভেম্বর মেঘালয়ের উমরোইতে ‘ইন্ডিয়া-মিয়ানমার বাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ ২০১৭’ (আইএমবিএএক্স) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনাইটেড নেশনস পিসকিপিং অপারেশন (ইউএনপিকেও)’র অধীন প্রথমবারের জন্য দুই দেশের এই যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু হচ্ছে। মহড়ার উদ্দেশ্য জাতিসংঘের ব্যানারে সংস্থাটির শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণের জন্য মিয়ানমার সেনা সদস্যদের প্রশিক্ষিত করে তোলা। মহড়ায় মিয়ানমার সেনাবাহিনীর ১৫ কর্মকর্তা এবং ভারতীয় সেনাবাহিনীর ১৬ জন সদস্য অংশ নেবেন। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা (গুয়াহাটি/শিলং অঞ্চলের) লেফটেনেন্ট কর্নেল সুনীত নিউটন জানান, ‘এই প্রথম ভারতের মাটিতে দুই দেশের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে’। তিনি আরও জানান, ‘জতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর তরফে শান্তিরক্ষা অভিযানে পরিসেবা দেওয়ার জন্য যে কৌশল, পদ্ধতি, দক্ষতা প্রয়োজন, মহড়াকালীন মিয়ানমার সেনাবাহিনীর কর্মকর্তাদেরও সেসব কৌশল রপ্ত করানোর প্রশিক্ষণ দেওয়া হবে।’

 

সর্বশেষ খবর