রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিলামে ট্রাম্প দম্পতির বিয়ের কেক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার বিয়ের একটি স্মারক কেক নিলামে তোলা হয়েছে। লস অ্যাঞ্জেলেসভিত্তিক জুলিয়ান্স নিলামঘর এটি নিলামে তুলেছে বলে ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়। ২০০৫ সালের জানুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ট্রাম্প ও মেলানিয়া। তাদের বিয়েতে যে কেকটি কাটা হয় সেটিই স্মারক হিসেবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দেওয়া হয়। অতিথিদের দেওয়া কেকের একটি টুকরো (সার্ভিং) নিলামে উঠেছে। কেকের টুকরোটি ১ হাজার থেকে ২ হাজার ডলারে বিক্রি হতে পারে বলে কর্তৃপক্ষ আশা করছে। শুক্রবার থেকেই আনুষ্ঠানিক নিলাম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হওয়ার পর এখন পর্যন্ত ট্রাম্পের ব্যবহৃত বেশ কিছু জিনিস নিলামে উঠেছে। গলফ খেলায় ব্যবহৃত ট্রাম্পের একগুচ্ছ উপকরণ বোস্টনের একটি নিলাম ঘরে ২৯ হাজার ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছে। গত মাসে ট্রাম্পের আঁকা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একটি স্কেচ ১৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। এর আগে গত জুলাইয়ে নিউইয়র্ক সিটি স্কাইলাইনের উপর আঁকা তার একটি ছবি ২৯ হাজার ডলারে একজন কিনে নেন। এনডিটিভি।

সর্বশেষ খবর