সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আইনমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ চলছেই

হটাতে প্রস্তুত পাকিস্তানি সেনারা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সড়কে অবস্থান নেওয়া ইসলামপন্থিদের হটাতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। বিক্ষোভ দমাতে সহযোগিতা চেয়ে দেশটির সরকারের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে হস্তক্ষেপ করার আগে কয়েকটি বিষয় যেমন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে কিনা এসব বিষয়ে সেনাবাহিনীর তরফে আরও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ‘তেহরিক-ই-লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ’ নামে একটি কট্টরপন্থি দলের কয়েক হাজার সমর্থক গত ৮ তারিখ থেকে ইসলামাবাদের ব্যস্ততম ফয়জাবাদ ইন্টারচেঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন। দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। আইনমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী শপথসংক্রান্ত নতুন সংস্করণে হজরত মুহাম্মদ (সা.)-এর একটি প্রসঙ্গ (রেফারেন্স) ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে আইনমন্ত্রী একে ‘দাফতরিক ভুল’ বলে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে শপথবাক্যের ওই ভুলও সংশোধন করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন, বিবিসি।

সর্বশেষ খবর