সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আইএসের পতাকা নিয়ে মিসরের মসজিদে হামলা

মিসরে মসজিদে হামলাকারীদের হাতে জঙ্গি সংগঠন আইএসের পতাকা ছিল বলে জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। এক বিবৃতিতে কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীদের মধ্যে ৩০ থেকে ৩৫ জনের কাছে আইএসের পতাকা ছিল। দেশটির উত্তরে সিনাই এলাকায় শুক্রবার মসজিদে বোমা ও বন্দুক হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০৫ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। হামলার পর মিসরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তিন দিনের শোক ঘোষণা করেছেন। হামলার পরেই মিসরে উগ্রবাদীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু হয়েছে।  রয়টার্স।

মিসরের সিনাই উপদ্বীপে আইএস এবং তাদের ভাবধারা সম্পন্ন স্থানীয় জঙ্গিদের উপস্থিতি বেশ কয়েক বছর ধরে। ২০১১ সালে আরব বসন্তের সময় হোসনি মোবারকের পতনের পর সিনাই ক্রমেই অস্থিতিশীল হয়ে ওঠে জঙ্গিরা মাথাচাড়া দেওয়ায়। ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর পরিস্থিতির সুযোগে জঙ্গিরা ফের সক্রিয় হয়।

সর্বশেষ খবর