মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আফগান গোয়েন্দা দফতরে আইএসের হামলা

আফগান গোয়েন্দা দফতরে আইএসের হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির গোয়েন্দা সংস্থার দফতরের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিনজন। হতাহতের সবাই বেসামরিক নাগরিক। জঙ্গি গোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে। কাবুলে গত সপ্তাহেই জাতীয় গোয়েন্দা সংস্থার একটি প্রশিক্ষণ স্থাপনায় আইএসের হামলা হয়েছিল। নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারীরা নিহত হওয়ায় তখন বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ওই ঘটনার এক সপ্তাহ পার না হতেই গতকাল ফের আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো। মুখপাত্র দানিশ জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে জাতীয় গোয়েন্দা সংস্থার কম্পাউন্ডের কাছে এসে সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া একটি গাড়িতে থাকা ছয়জন নিহত হন। আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে আত্মঘাতী হামলার সংখ্যা বেড়েছে। গত অক্টোবরে কাবুলে শিয়া ধর্মাবলম্বীদের এক মসজিদে আইএসের হামলায় ৩৯ জন নিহত হয়েছিল এক্সপ্রেস ট্রিবিউন, বিবিসি।

সর্বশেষ খবর