মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ তার মা ও স্ত্রীর

কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ তার মা ও স্ত্রীর

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের সঙ্গে অবশেষে সাক্ষাৎ হলো তার মা ও স্ত্রীর। গতকাল ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র দফতরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কুলভূষণের সঙ্গে তার মা অভন্তি ও স্ত্রী চেতনকুলের মধ্যকার সাক্ষাৎ প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন উপলক্ষে মানবিক কারণে মা ও স্ত্রীর সঙ্গে কুলভূষণের সাক্ষাতের অনুমতি দিয়েছিল দেশটির পররাষ্ট্র দফতর। এর আগে গতকাল সকালে একটি ফ্লাইটে করে ইসলামবাদে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কুলভূষণের মা অভন্তি ও স্ত্রী চেতনকুল যাদব। সাক্ষাৎ শেষে গতকালই তাদের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে বেলুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণ যাদবকে গ্রেফতার করে পাকিস্তানের নিরাপত্তাবাহিরীর সদস্যরা। পরে চলতি বছরের এপ্রিলে দেশটির একটি সামরিক আদালত ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’র হয়ে গুপ্তচরগিরি এবং পাকিস্তানবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যত করে তাকে মৃত্যুদণ্ড দেয়। আরও উল্লেখ্য, কুলভূষণ ইতিমধ্যে প্রাণভিক্ষা চেয়ে পাকিস্তানের সেনাপ্রধানের কাছে আবেদন করেছেন। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ খবর