বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
পানির নিচে সেন্সর!

অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর হচ্ছে বিএসএফ

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য একদিকে যেমন আসামের সরকার ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনসের (এনআরসি) সাহায্য নিয়েছে, অন্যদিকে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে আরও কঠোর নীতি নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশের সঙ্গে ১ হাজার ১১৬ কিলোমিটার বিস্তৃত রিভারাইন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে প্রথমবারের মতো পানির নিচে সেন্সর বসানোর পরিকল্পনা নিয়েছে বিএসএফ। একই সঙ্গে পানির নিচে দিয়ে অবৈধ অনুপ্রবেশের জন্য মানব পাচারকারীরা যে পথ ব্যবহার করে সে পথ চিহ্নিত করতেও রিমোটচালিত যান ব্যবহারের চিন্তাভাবনা নিয়েছে বিএসএফ। বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের।

এর মধ্যে ২ হাজার ৯৭৯ কিলোমিটার স্থল, বাকি ১ হাজার ১১৬ কিলোমিটার রয়েছে রিভারাইন। এ দুই দেশের মধ্য দিয়েই অভিন্ন ৫৪টি নদ-নদী প্রবাহিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের পাঁচ রাজ্যের। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে ২ হাজার ২১৭, আসামের সঙ্গে ২৬২, মেঘালয়ের সঙ্গে ৪৪৩, ত্রিপুরার সঙ্গে ৮৫৬ ও মিজোরামের সঙ্গে ১৮০ কিলোমিটার। বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের শীর্ষ কর্মকর্তা জানান, ‘সীমান্ত বরাবর এমন কিছু সমস্যা রয়েছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। ওইসব জায়গায় প্রযুক্তিগত পদ্ধতির সহায়তা নেওয়া হচ্ছে। পানির তলায় রিমোটচালিত যান, হাইড্রোফোন (পানির তলা থেকে পানির তরঙ্গ জানানোর মাইক্রোফোন) ব্যবহার করে অনুপ্রবেশকে পুরোপুরিভাবে রোধ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’

 

সর্বশেষ খবর