বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

প্রার্থী হচ্ছেন এক মুসলিম নারী সাংবাদিক

প্রার্থী হচ্ছেন এক মুসলিম নারী সাংবাদিক

আইনা গামজাটোভা

রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা যেন ক্রমেই বাড়ছে। এ তালিকায় নতুন সংযোজন খ্যাতনামা এক মুসলিম নারী সাংবাদিক যিনি এক রুশ মুফতির স্ত্রী এবং তার উপদেষ্টাও। আইনা গামজাটোভা (৪৬) নামে সফল ওই সাংবাদিক সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে তার নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন। রাশিয়ার দাজেস্তান প্রজাতন্ত্রের একটি গোষ্ঠী গত ডিসেম্বরেই আইনাকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কোনো দল থেকে নয়, বরং নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সাংবাদিক আইনা গামজাটোভা দাজেস্তানের প্রধান মুফতির স্ত্রী। এছাড়া তিনি ওই মুফতির সরকার এবং তার জনসংযোগ উপদেষ্টার দায়িত্বে আছেন। অধিকন্তু ওই নারী কয়েকটি দাতব্য সংস্থাও চালান। উল্লেখ্য, আগামী ১৮ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর