বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ নওয়াজের

সৌদি আরব সফরে গতকাল দেশটির যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে মদিনায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে কিছুই জানা যায়নি। নওয়াজের মেয়ে মরিয়ম এক টুইট বার্তায় এ সাক্ষাতের কথা নিশ্চিত করেছেন।

গত শনিবার আকস্মিক সফরে সৌদি আরব যান নওয়াজ। তার এ সফর ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নানামখী গুজব শুরু হয়। দেশটির বিরোধী দলগুলোর দাবি, রিয়াদের সহায়তায় পাকিস্তানে ফের একটি ‘জাতীয় পুনরেকত্রীকরণ চুক্তি (এনআরও)’ করতেই তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে নওয়াজের মুখপাত্র ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ এ ধরনের গুজব ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। এদিকে, নওয়াজের ভাই ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফও ছয় দিনের সৌদি সফর করে গতকাল সকালে দেশে ফিরেছেন। দেশটি সফরে তিনি শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে মনে করা হচ্ছে। জেদ্দা থেকে লাহোরে ফিরে এক সংবাদ সম্মেলনে শাহবাজ জানিয়েছেন, পাকিস্তানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে সৌদি আরবের। তবে এনআরও ধাঁচের কোনো চুক্তির প্রচেষ্টার লক্ষ্যে তার এ সফর অনুষ্ঠিত হয়েছে কিনা এ ধরনের প্রশ্ন এড়িয়ে যান তিনি। ডন নিউজ।

সর্বশেষ খবর