শিরোনাম
মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রকে মোকাবিলা

মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ডাক ইরানের

মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ডাক ইরানের

আলি শামখানি

মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ ইরানের। আর এই অবস্থা থেকে বের হতে মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে আহ্বান জানিয়েছে ইরান। তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানির বরাতে রাষ্ট্রীয় প্রেস টিভি একথা জানিয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানজুয়ার সঙ্গে এক বৈঠকে ওই আহ্বান জানিয়েছেন তিনি। আলি শামখানি বলেন, ‘মুসলিম দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের অসৎ, প্রতারণামূলক ও বিভাজন নীতির ফলে ওয়াশিংটনকে মোকাবিলায় সতর্কতা বজায় রাখা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মুসলিম দেশগুলোকে নিজেদের মাঝে সহযোগিতা জোরদার করার দরকার রয়েছে।’ ওয়াশিংটনের নতুন নিরাপত্তা নীতি (এনএসএস) মুসলিম বিশ্বে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা বাড়াবে জানিয়ে তিনি এ নীতির কড়া সমালোচনাও করেন। আর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতার বিস্তার ঘটাবে তার দেশ। সন্ত্রাসবিরোধী লড়াই ইস্যুতে পাকিস্তানের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র সম্প্রতি দেশটিকে প্রতিশ্রুত এক বিলিয়ন ডলারের বেশি নিরাপত্তা সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্তে দেশটির সঙ্গে তার দেশের অংশীদারিত্বের অবসান ঘটেছে বলে মনে করছেন। পাক পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের দুইদিন বাদে ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ওই আহ্বান জানালেন। এক্সপ্রেস ট্রিবিউন।

সর্বশেষ খবর