মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সৌদির যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুতিদের

ইয়েমেনে সৌদি জোটের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। দেশটির উত্তরাঞ্চলে একটি যুদ্ধাঞ্চলে স্থানীয় সময় রবিবার সৌদি নেতৃত্বাধীন আরব জোট এক বিবৃতিতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছে। তবে হুতি বিদ্রোহীদের দাবি, তারাই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি এসপিএ জোটের এক বিবৃতির বরাতে জানায়, ইয়েমেনে সৌদির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর সত্যি। বিমানের কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিমানটির পাইলটরা সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। বিশেষ এক যৌথ অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতির বরাত দিয়ে খবরে বলা হয়। এদিকে, হুতি সংশ্লিষ্ট আল-মাসিরা নিউজ দাবি করেছে, ইয়েমেনের এয়ার ডিফেন্স বাহিনী সৌদি ওই যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করেছে। বিধ্বস্ত বিমানটি ব্রিটেনের তৈরি ‘পানাভিয়া টর্নাডো’ শ্রেণির বলেও বার্তা সংস্থাটির দাবি। আরববিশ্বে কেবল সৌদি আরবেরই এ ধরনের যুদ্ধবিমান রয়েছে। আল জাজিরা, রয়টার্স, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর