মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বেতন বৈষম্য

বিবিসির চীন সার্ভিসের সম্পাদকের পদত্যাগ

বিবিসির চীন সার্ভিসের সম্পাদকের পদত্যাগ

বেতন বৈষম্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন বিবিসি চীন সার্ভিসের সম্পাদক ক্যারি গ্রাসিয়া। পদত্যাগের পর নিজ ব্লগে পোস্ট করা এক খোলা চিঠিতে তিনি কারণ হিসেবে পুরুষ সহকর্মীদের তুলনায় বেতন কম পাওয়ার কথা উল্লেখ করেছেন। তবে বিবিসি দাবি করেছে, এক্ষেত্রে ব্যবস্থাপনায় নারীর প্রতি কোনো বৈষম্য দেখানো হয়নি। গত জুলাইয়ে বিবিসি প্রতিষ্ঠানে বছরে দেড় লাখ পাউন্ডের (প্রায় ১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার টাকা) বেশি বেতন পান এমন কর্মীদের তথ্য প্রকাশ করে। এতে নারী ও পুরুষের বেতন বৈষম্য প্রকাশ পায়। ক্যারি জানান, ওই তথ্য প্রকাশ পাওয়ার পর তিনি দেখতে পান, আন্তর্জাতিক চার সম্পাদকের মধ্যে দুজন পুরুষ সম্পাদক দুজন নারী সম্পাদকের চেয়ে ৫০ শতাংশের বেশি বেতন পান। তবে ওই তালিকায় ক্যারি গ্রাসিয়ার নাম নেই। এতে ক্ষুব্ধ হয়ে ৩০ বছর ধরে বিবিসিতে কর্মরত ক্যারি কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র দেন। বিবিসি

সর্বশেষ খবর