মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বুর্জ খলিফাকে ছাড়িয়ে ‘ক্রিক টাওয়ার’

বুর্জ খলিফাকে ছাড়িয়ে ‘ক্রিক টাওয়ার’

বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলিফা’। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভবনটির উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। তবে এই রেকর্ড ভেঙে দিতে দুবাইতেই তৈরি হচ্ছে আরও বেশি উচ্চতার ভবন। এর নাম ‘ক্রিক হারবার টাওয়ার’। গত বছরের অক্টোবরে নির্মাণ কাজ শুরু হয়েছে। আর এর উচ্চতা হবে ৩ হাজার ৪৫ ফুট। নির্মাণ শেষে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন। শুধু তাই নয় এটিকে ঘিরে গড়ে তোলা হচ্ছে ‘ক্রিক হারবার সিটি’। বিবিসি।

সর্বশেষ খবর