শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
নতুন মার্কিন বাহিনী গঠন ইস্যু

সিরীয় সীমান্তে সেনা অভিযান তুরস্কের

আঙ্কারাকে পাল্টা হুঁশিয়ারি ওয়াশিংটনের

সিরীয় সীমান্তে সেনা অভিযান তুরস্কের

সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি জনসংখ্যা অধ্যুষিত আফরিনে সেনা অভিযান চালানো ছাড়া ‘কোনো বিকল্প নেই’ বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরেতিন কানিকলি। সেখানে ইতিমধ্যে তুরস্ক থেকে গোলাবর্ষণ (ক্রস বর্ডার শেলিং) শুরু হয়েছে বলেও যোগ করেছেন তিনি। স্থানীয় ‘আহাবের’ টিভির সঙ্গে গতকাল এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী। কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজিও অঞ্চলটিতে তুরস্কের গোলাবর্ষণের খবর নিশ্চিত করেছে। সম্প্রতি ‘ডিফেন্স পোস্ট’ নামে মার্কিন এক দৈনিকের খবরে বলা হয়, সিরিয়ার সঙ্গে লাগোয়া তুর্কি সীমান্তে নতুন একটি সীমান্তরক্ষী বাহিনী (যার নাম ‘কুর্দি বর্ডার ফোর্স’ বলে খবরে বলা হয়েছে) গঠনের লক্ষ্যে ওয়াশিংটন সিরিয়ায় তার মিত্র ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এসডিএফকে সহযোগিতা করছে। যেহেতু সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ের প্রায় সমাপ্তি ঘটেছে তাই এসডিএফের ১৫ হাজার সদস্যকে ওই বাহিনীতে নতুন দায়িত্বভার দিয়ে পুনর্নিয়োগের পরিকল্পনা করছে দেশটি। ক্রমান্বয়ে এ সংখ্যা দ্বিগুণ করা হবে। ইতিমধ্যে ২৩০ সদস্যের একটি দলকে ওয়াশিংটন প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে বলেও খবরে বলা হয়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ খবরকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে সিরিয়ায় ওই বাহিনী গঠনের খবর নাকচ করে দিয়েছেন। কানাডায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে মঙ্গলবার এক বৈঠকের পর এ দাবি বলেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যেও আশ্বস্ত হতে পারেনি তুরস্ক। কুর্দি মিলিশিয়াদের নিয়ে আঙ্কারার উদ্বেগ দূর করার জন্য ওয়াশিংটনকে বাস্তবভিত্তিক অ্যাকশন নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বৃহস্পতিবার সিএনএন’র তুর্কি শাখার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছিলেন। এর মাঝেই আফরিনে গোলাবর্ষণ শুরু ও সেনা অভিযানের বিকল্প নেই জানালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। উল্লেখ্য, সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্স এসডিএফ মূলত কুর্দি মিলিশিয়া বাহিনী ‘ওয়াইপিজি’ নিয়ে গঠিত। তুরস্ক এ বাহিনীকে দেশটিতে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র বর্ধিতাংশ হিসেবে দেখে থাকে। তুরস্কের কুর্দিস্তান অঞ্চলের স্বাধীনতা চেয়ে পিকেকে গত কয়েক দশক করে তুরস্কের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি : আফরিন শহরে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের পরিকল্পনা ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ওই এলাকায় অভিযান না চালানোর জন্য এরমধ্যে হুঁশিয়ার দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নয়ের্ত বৃহস্পতিবার আঙ্কারার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিতে হবে। রাশিয়া টুডে, এএফপি।

 

সর্বশেষ খবর