শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বরখাস্ত হচ্ছেন আম আদমি পার্টির ২০ বিধায়ক

হঠাৎ ঝড় তুলে দিল্লির রাজ্যসভায় ক্ষমতায় যাওয়া আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিশাল ঝামেলায় পড়ে গেছেন। নির্বাচন কমিশন আপের ২০ জন বিধায়কের পদ বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত দেশটির রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। যদি রাষ্ট্রপতি এ সুপারিশ অনুমোদন করেন, তাহলে ২০ জন বিধায়ক তাদের পদ হারাবেন। ‘অফিস অব প্রফিট’ বা লাভজনক পদে থাকায় এ বিধায়করা তাদের যোগ্যতা হারিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দিল্লির ৭০টি আসনের ৬৭টি আম আদমির। তাই তাদের অযোগ্য হলেও তারাই সরকারে থাকবেন। কারণ তখনো তাদের কাছে ৪৭টি আসন থাকবে। এর আগে দুজন দল থেকে বিদ্রোহ করে চলে গেছেন। ওই ২০ আসনে ফের উপনির্বাচন হবে। ২০১৫ সালে দিল্লির নির্বাচন জিতে ক্ষমতায় আসে আম আদমি পার্টি। সে সময় সংসদ সচিব হিসেবে ২১ জনকে মনোনীত করেন কেজরিওয়াল। সেখানে কিছু পদ ছিল যেখানে লাভের সুযোগ রয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এমন দায়িত্বে থাকতে পারেন না। নির্বাচনের কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দিল্লির কংগ্রেস প্রধান অজয় মাকেন। তবে আম আদমি বলেছে খুব শিগগিরই আদালতে এর চ্যালেঞ্জ জানাবে। এনডিটিভি।

 

সর্বশেষ খবর